নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship / CM Relief Fund)


নবান্ন স্কলারশিপ (2018-2019):-


যে সমস্ত ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন অথবা কোনও বিশ্ববিদ্যালয় পরীক্ষায় পাস করেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাদের প্রতি বছর বৃত্তি প্রদান করেন, এই বৃত্তিটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল কর্তৃক প্রদত্ত। যা নবান্ন স্কলারশিপ নামে পরিচিত ।

বৃত্তি কর্তৃক প্রদেয় অর্থ:-

        এই বৃত্তিটি আপনার বর্তমান কোর্সে প্রতি বছর 10000/ - টাকা প্রদান করে।


আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ:-


       আবেদনপত্র জমা দেওয়া শুরু হয়েছে 1st-January-2018 তারিখ থেকে এবং এটি চলবে 31-Dec-2018 তারিখ পর্যন্ত



আবেদনপত্র সংক্রান্ত যেকোন রকম সাহায্যের জন্য নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন:-

এই স্কলারশিপ পাওয়ার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে:-


  •  শিক্ষার্থীকে অবশ্যই কোনও স্বীকৃত বোর্ড, কাউন্সিল বা পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় থেকে শেষ পরীক্ষায় পাস করতে হবে। এবং বর্তমানে অবশ্যই পশ্চিমবঙ্গে অধ্যয়নরত হতে হবে
  • উচ্চ-মাধ্যমিক কোর্সে( যারা মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে ক্লাস 11 ভর্তি হয়েছেন) আবেদন করতে মাধ্যমিকে 65% নম্বর থাকতে হবে। এবং স্নাতকোত্তর(Graduate) কোর্সে( যারা উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে পাস কোর্সে ভর্তি হয়েছেন) আবেদন করতে উচ্চ-মাধ্যমিকে 60% নম্বর থাকতে হবে এবং অনার্স কোর্সে( যারা পাশের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনার্স কোর্সে ভর্তি হয়েছেন) আবেদন করতে স্নাতকোত্তরে 55% নম্বর থাকতে হবে।
  • এই বৃত্তি প্রদান করার জন্য শিক্ষার্থীদের একটি পরীক্ষা দিয়েই পাস করতে হবে
  • 75% এর বেশি নম্বর অর্জনকারী শিক্ষার্থীরা এই বৃত্তিতে আবেদনের জন্য যোগ্য নয়(তাদের জন্য আছে অন্য স্কলারশিপের ব্যবস্থা যা বিকাশ ভবন স্কলারশিপ নামে পরিচিত, বিশদে জানতে  ক্লিক করুন )
  • আবেদনকারী শিক্ষার্থীর বার্ষিক পারিবারিক আয় Rs:- 60,000/- এর মধ্যে থাকতে হবে
  • এই বৃত্তি চলাকালীন শিক্ষার্থী অন্য কোনো বৃত্তি অর্জন করতে সক্ষম হবে না

নির্ভুল আবেদনের পদ্ধতি নিম্নরূপ:-

         এই বৃত্তি আবেদনের পদ্ধতি অফলাইন। এই বৃত্তিটি দুটি পদ্ধতির দ্বারা আবেদন করা যেতে পারে, প্রথমটি হলো আবেদন ফর্ম ডাউনলোড করে তা পুরনের মাধ্যমে এবং অন্যটি হল নিজস্ব হস্তাক্ষরে একটি আবেদনপত্র লেখার মাধ্যমে, যাতে সমস্ত তথ্য উল্লেখ থাকবে। আবেদনপত্র পুরনের মাধ্যমে এই বৃত্তিটিতে আবেদনের পদ্ধতি নিম্নে ধাপে ধাপে বর্ণনা করা হলো।


  • আবেদনপত্রটি ডাউনলোড এর লিংকhttps://drive.google.com/open?id=1LlsCgSxycghSgrVZ6OcDyK3TXj2uNAEM
  • আবেদনপত্রটি ডাউনলোড করে তা সাদা পেজে প্রিন্ট আউট নেওয়ার পর তা সঠিকভাবে সম্পূর্ণ করুন ।(বি.দ্র.- কোন স্থান তথ্য শূণ্য রাখবেন না তাহলে আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে।) (আবেদনপত্রটি সম্পূর্ণ করতে সমস্যা হলে ক্লিক করুন)
  • আবেদনপত্রটির সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক নথিগুলি সংযোগ করবেন।(বি.দ্র.- আনুষঙ্গিক নথিগুলি নিম্নে উল্লেখ করা হলো।) 
  1. শেষ পরীক্ষার মার্ক শীট।
  2. MLA or MP দ্বারা প্রদত্ত Income Certificate।(আগে দেওয়া ডাউনলোড লিংক টির মধ্যে থাকা, PDFটির মধ্যে Income Certificate এর একটি খসড়া(Draft) কপি দেওয়া আছে) 
  3. ' স্ব-ঘোষণার '(Self Declaration) (আগে দেওয়া ডাউনলোড লিংক টির মধ্যে থাকা, PDFটির মধ্যে Self Declaration এর একটি খসড়া(Draft) কপি দেওয়া আছে) একটি অনুলিপি আপনার বর্তমান প্রতিষ্ঠানের প্রধানের দ্বারা Signature করাতে হবে, এবং তাতে বর্তমান প্রতিষ্ঠানের শিলমোহর(Seal) থাকতে হবে ।
  4. সমস্ত নথিগুলি সরকারি গেজেটেড অফিসার(Group-A) দ্বারা Attested করাতে হবে।
  5. শিক্ষার্থীর নিজস্ব Bank Passbook এর জেরক্স(Photo Copy) কপি।

  • আবেদনপত্রসহ নথিগুলি আপনি নবান্নের ঠিকানায় পোস্ট করতে পারেন অথবা আপনি নিজে গিয়ে জমা দিতে পারেন। (বি.দ্র.- পোস্টের মাধ্যমে আবেদন পত্র পাঠালে তাতে বৃত্তি পাওয়ার নিশ্চয়তা নেই। তাই নিজে গিয়ে জমা দেওয়াটাই ভালো। )



নবান্নের ঠিকানা:- 

        নবান্ন, 14 ম তলা, 325 শরৎ চট্টোপাধ্যায় রোড, শিবপুর, হাওড়া -711102

যোগাযোগ:-

West Bengal Government (WB)
Nabanna, 14th Floor,
325, Sarat Chatterjee Road,
Shibpur, Howrah – 711102.
Tel- 033 2214 5555 / 2214 3101
Fax – 033 2214 3528
Email- cm@wb.gov.in
Website – www.wbcmo.gov.in

আবেদনপত্র জমা দেওয়ার পরে, কর্তৃপক্ষের তরফ থেকে আপনাকেে একটি গ্রহণ অনুুুলিপি (Received Copy) দেওয়া হবে। যার সাহায্যেে আপনি পরবর্তী সময়ে স্কলারশিপের অবস্থা জেনে নিতে পারবেন।

আবেদনপত্র সংক্রান্ত যেকোন রকম সাহায্যের জন্য নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন:-




১৬টি মন্তব্য:

  1. I have 58 percent marks will i can get??I have a doubt in this

    উত্তরমুছুন
  2. I have 58 percent marks will i can get??I have a doubt in this

    উত্তরমুছুন
  3. Sir ami madhyamik 2018 te 74%number peye abedon kre6i..kintu ami ekhono kono scholarship recive korini..sir eta paoar deadline jante chai

    উত্তরমুছুন
  4. স্যার আমি 2018 তে আবেদন করেছি কিন্তু এখন ও টাকা পাইনি। নবান্ন এর টাকা কি পাব? 2018 তে 69% মার্ক পেয়েছিলাম

    উত্তরমুছুন
  5. স্যার, আমি 2018তে আবেদন করেছি কিন্তু এখনও টাকা পাইনি

    উত্তরমুছুন
  6. স্যার,কর্তৃপক্ষের কাছ থেকে কোনো received copy
    আমি পাইনি ।আমার আবেদন পত্র তারা গ্রহণ করেছেন।
    2018 তে জমা দিয়ে আসি । কিন্তু এখনও পর্যন্ত কোনও টাকা আমি পাইনি ।

    উত্তরমুছুন
  7. আমি একাদশে করি নি দ্বাদশ শ্রেণী তে নবান্ন ফর্ম ফিলাপ করতে পারব

    উত্তরমুছুন
  8. আমি2019 এ hs pass করেছি application জমা দিয়েছি কবে টাকা পাবো??

    উত্তরমুছুন
  9. Hello sir আমি এবছর আগস্ট মাসে জমা দিয়েছি কিন্তু এখনো টাকা পাইনি দয়া করে ব্যবস্থা করবেন

    উত্তরমুছুন
  10. Graduate 3rd year এতে apply করা যাবে কি ।। আমি একবারও করি নি ।

    উত্তরমুছুন
  11. আমি ২০১৯ এ আবেদন করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত টাকা পাই নি।

    উত্তরমুছুন

chuwy থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.